দক্ষিণ পূর্ব অঞ্চলে চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং গুইমারা সেক্টর রয়েছে। চট্টগ্রাম সেক্টর হেড কোয়ার্টারটি ২৫ জানুয়ারি, ১৯৬৯ তারিখে হালিশহর, চট্টগ্রামে উত্থাপন করা হয়। এই সেক্টর মুক্তিযুদ্ধের মহান যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যেখানে মোট ১৪৩ জন সৈন্য প্রাণ হারিয়েছিলেন। পূর্বে এই সেক্টরে ৮ টি ইউনিটসহ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামসহ বৃহত্তর চট্টগ্রাম জেলার আওতাভুক্ত ছিল। পরে ১ নভেম্বর, ১৯৭৬ সালে রাঙ্গামাটি সেক্টর গঠিত এবং ১৯৯০ সালের খাগড়াছড়ি সেক্টরের উন্নয়নের সাথে সাথে চট্টগ্রাম সেক্টরের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়। পুনর্বিন্যাসের অংশ হিসাবে, ২০-০১-২০১৩ তারিখে দক্ষিণ পূর্ব অঞ্চলের হেড কোয়ার্টার, চট্টগ্রামের পতাকা উত্থাপিত হয়,গঠিত হয় বান্দরবান ও গুইমারা সেক্টর। গত ০১-০৭-২০১৩ তারিখে চট্টগ্রাম সেক্টরটি কক্সবাজার এ কক্সবাজার সেক্টরে নামকরণ করা হয় ।
দক্ষিণ পূর্ব অঞ্চলের দায়িত্বপূর্ন এলাকা
দক্ষিণ পূর্ব অঞ্চলের যথাক্রমে উত্তর ও উত্তর পূর্বে ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণে মায়ানমার এবং বঙ্গোপসাগরে অবস্থিত। এই অঞ্চলটি চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন ও কক্সবাজার প্রশাসনের আওতাভুক্ত। আন্তর্জাতিক সীমানার মোট দৈর্ঘ্য আনুমানিক ৮১০ কিলোমিটার (৫৩৯ কিলোমিটার ভারতের সঙ্গে এবং মায়ানমারের সাথে ২৭১ কিলোমিটার)।
সেক্টর ও ইউনিট সমূহঃ
১। খাগড়াছড়ি সেক্টর
ক। খাগড়াছড়ি ব্যাটালিয়ন ( ৩২ )
খ। বাবুছড়া ব্যাটালিয়ন ( ৭ )
গ। মারিশ্যা ব্যাটালিয়ন ( ২৭ )
ঘ। পানছড়ি ব্যাটালিয়ন ( ৩ )
ঙ। বাগাইহাট ব্যাটালিয়ন ( ৫৪ )
২। গুইমারা সেক্টর
ক। যামিনীপাড়া ব্যাটালিয়ন ( ২৩ )
খ। খেদাছড়া ব্যাটালিয়ন ( ৪০ )
গ। রামগড় ব্যাটালিয়ন ( ৪৩ )
৩। রাংগামাটি সেক্টর
ক। রাজনগর ব্যাটালিয়ন ( ৩৭ )
খ। বরকল ব্যাটালিয়ন ( ৪৫ )
গ। ছোটহরিণা ব্যাটালিয়ন ( ১২ )
ঘ। কাপ্তাই ব্যাটালিয়ন ( ৪১ )
৪। চট্টগ্রাম ব্যাটালিয়ন ( ৮ )
৫। দক্ষিণ-পূর্ব রিজিয়ন রিজিয়নাল ইন্টেলিজেন্স ব্যুরো, চট্টগ্রাম