১। পিলখানায় ২০ জানুয়ারি ২০১৩ তারিখে এই অঞ্চলের পতাকা উত্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যশোরের ঝুমঝুমপুরে এই অঞ্চলটি অবস্থিত। ব্রিগেডিয়ার জেনারেল আলী মোর্তজা খান, এএফসিইসি, পিএসসি ছিলেন ১ম রিজিয়ন কমান্ডার। যশোর রিজিয়নের দক্ষিণে বঙ্গোপসাগরের অবস্থিত, পূর্ব ও উত্তরে রয়েছে পদ্মা নদী। এই অঞ্চলটি ছয়টি সীমান্ত জেলা নিয়ে অবস্থিত যথা সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া। এছাড়াও প্রশাসনিক জেলা হিসাবে খুলনা, বাগেরহাট, নড়াইল, গোপালগঞ্জ, মাগুরা, রাজবাড়ী জেলা এবং সমগ্র বরিশাল বিভাগ এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত এলাকার আওতাধীন (মোট জেলা -১৮)। এই অঞ্চলে দুটি সেক্টর রয়েছে । সীমান্ত অঞ্চল সাতক্ষীরা, যশোর এবং ঝিনাইদহ জেলার অংশ খুলনা সেক্টরে এবং কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ জেলা রয়েছে কুষ্টিয়া সেক্টরের অধীনে । এই অঞ্চলে সীমান্তের বেল্টের দৈর্ঘ্য ৬৪৪ কিলোমিটার যার মধ্যে আছে ২৫৯ কিলোমিটার নদী সীমানা ।
২। দক্ষিণ পশ্চিম রিজিয়নের কার্জক্রম:
ক। যশোর অঞ্চলের সীমান্ত এলাকার জনগন, সম্পত্তি রক্ষা কর।
খ। দায়িতবপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালানো।
গ। সুষ্ঠ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য সিভিল প্রশাসনকে সহায়তা করা।
ঘ। সীমান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং শত্রুর আন্দোলনের প্রাথমিক সতর্কবার্তা প্রদান ও জরুরী / যুদ্ধের সময় ৫৫ পদাতিক ডিভিশনের অপারেশন কন্ট্রোলের আওতায় আশা।
১ । সেক্টর সদর খুলনাঃ
খ । যশোর ব্যাটালিয়ন (৪৯)
গ । সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩)
ঘ । নীলডুমুর ব্যাটালিয়ন (১৭)
ঙ। আরবিজি কোং, নীলডুমুর
২ । সেক্টর সদর কুষ্টিয়াঃ
ক । কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭)
খ । চুয়াডাংগা ব্যাটালিয়ন (৬)
গ । মহেশপুর ব্যাটালিয়ন (৫৮)
৩ । দক্ষিণ -পশ্চিম রিজিয়নাল ইন্টিলিজেন্ট ব্যুরো।